Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র
বিস্তারিত

ইউনিয়ন স্বাস্থ কেন্দ্র অফিসটি বাংলাদেশের প্রায় সব ইউনিয়নে আছে, ০৪ নং মাজবাড়ী ইউনিয়নের স্বাস্থ কেন্দ্রটি কালুখালী, উপজেলা হতে প্রায় ০৭ (সাত) কিলোমিটার দুরে অবস্থিত।

বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম বিগত কয়েক দশক থেকে পরিচালিত হয়ে আসছে। ১৯৫৩ সালের মার্চ মাসে এ কার্যক্রম শুরু হয়। শুরুতে এ কার্যক্রম স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সমাজেরগণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সম্পাদিত হত। তখন শুধু মাত্র মোটিভেশন (Motivation) এবং ক্লিনিক বেসড(Clinic Based) সেবা দেওয়া হত। পরবর্তীতে সরকার জনসংখ্যা সীমিত রাখার জন্য ১৯৬৫ ইং সালেকার্যক্রম শুরু করে। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম কয়েকটি পর্যায়ের (Phase) মাধ্যমে আজ এ স্তরে এসছে।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

সকল প্রকার চিকিতসা সেবা পাওয়া যাবে যেমন:

> মা ও শিশু স্বাস্থ্য
> প্রসূতি সেবা
> ডায়েরিয়া
> সর্দি-কাশি
> জ্বর ও মাথা ব্যথা
> জন্ম বিরতীকরণ

এছাড়াও বিভিন্ন প্রকার সেবা পাওয়া যায়।

সিটিজেন চার্টার

উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরম্নষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

* ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

* হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং

আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।

* জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীÿার জন্য কফ কালেকশন

করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ কর হয়।

* শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় পতিষেধক টিকা দেয়া হয়

* উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিÿা দেয়া হয়

*উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সÿম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার

পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।

* প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়

* আগত রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনগণ স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য

সংশ্লিট চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

* উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টিগোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে

* সরবরাহ সাপেক্ষে ঔষধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে

কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।

* বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রাদনকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

টানানো আছে।

* সেবা গ্রহীতার কর্তৃব্য-

সেবা প্রদানকারীগণ সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্য মূলক আচরণ প্রাপ্তির অধিকার রাখে

সাধারণ তথ্য

১. উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় :
এখানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) অফিসের প্রশাসনিক ও অফিস পরিচালনার যাবতীয় কাজ করে থাকেন। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ,সহকারী পরিবার কল্যান কর্মকর্তা(এমসিএইচ-এফপি) এবং উপজেলা পরিবার পরিকল্পনা সহকারীগন এখানে বসেন।

২. মা ও শিশু কল্যাণ কেন্দ্র ,সদর (জেলা পর্যায়)
প্রদত্ত সেবাসমূহ:
(ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা - সমন্বিত জরুরী প্রসূতি সেবা ’সহ (বিনামূল্যে প্রদত্ত )
⇛গর্ভবতী সেবা⇛স্বাভাবিক প্রসব সেবা⇛জটিল প্রসব সেবা⇛সিজারিয়ান অপারেশন⇛গর্ভোত্তর সেবা⇛এম আর সেবা⇛গর্ভপাতজনিত সেবা⇛নবজাতকের সেবা⇛৫ বছরের কম বয়সী শিশুদের সেবা⇛প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা
⇛ইপিআই সেবা⇛ভিটামিন ‘এ’ক্যাপসুল বিতরণ⇛জরায়ুর মুখ ও স্তন ক্যান্সারের প্রাথমিক নির্ণয়করণ সেবা (নির্বাচিত কেন্দ্রে)
(খ) পরিবার পরিকল্পনা সেবা : (বিনামূল্যে প্রদত্ত )
⇛পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান⇛খাবার বড়ি⇛জন্ম নিরোধক ইনজেকশন⇛ওটউ/কপারটি⇛ইমপ্লান্ট/নরপ্লান্ট
⇛ভ্যাসেকটমি/এনএসভি (স্থায়ী পদ্ধতি-পুরুষ)টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি-মহিলা)
⇛পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারজনিত পার্শ্ব-প্রতিক্রিয়া ও জটিলতার সেবা
(গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা
⇛ই সি পি -৮ (আট) টাকা⇛কনডম-১(এক) ডজন ১ (এক) টাকা (বিশ) পয়সা⇛অ্যামবুলেন্স সেবা (নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে)
(ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে
আইইউডি/ কপারটি এর ক্ষেত্রে -১০০/- সেবাগ্রহীতার যাতায়াত খরচ
পরবর্তীতে -১৫০/ ফলোআপের জন্য(৩ বার ) কেন্দ্রে যাতায়াত খরচ
ইমপ¬ান্ট/নরপ¬ান্ট এর ক্ষেত্রে -১৫০/-সেবাগ্রহীতার যাতায়াত খরচ
পরবর্তীতে ফলোআপের জন্য(৩ বার ) কেন্দ্রে যাতায়াত খরচ
স্থায়ী পদ্ধতি পুরুষের ক্ষেত্রে ২০০০/- টাকা ও ১টা লুঙ্গি
স্থায়ী পদ্ধতি মহিলার ক্ষেত্রে ২০০০/- টাকা ও ১টা শাড়ী
(ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা)
⇛সাধারণ রোগীর সেবা⇛বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা)⇛স্বাস্থ্য শিক্ষামূলক সেবা
(চ) প্রয়োজনে যে কোনো রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার)

label.column.field_projects

১. উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় :
এখানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) অফিসের প্রশাসনিক ও অফিস পরিচালনার যাবতীয় কাজ করে থাকেন। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ,সহকারী পরিবার কল্যান কর্মকর্তা(এমসিএইচ-এফপি) এবং উপজেলা পরিবার পরিকল্পনা সহকারীগন এখানে বসেন।

২. মা ও শিশু কল্যাণ কেন্দ্র ,সদর (জেলা পর্যায়)
প্রদত্ত সেবাসমূহ:
(ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা - সমন্বিত জরুরী প্রসূতি সেবা ’সহ (বিনামূল্যে প্রদত্ত )
⇛গর্ভবতী সেবা⇛স্বাভাবিক প্রসব সেবা⇛জটিল প্রসব সেবা⇛সিজারিয়ান অপারেশন⇛গর্ভোত্তর সেবা⇛এম আর সেবা⇛গর্ভপাতজনিত সেবা⇛নবজাতকের সেবা⇛৫ বছরের কম বয়সী শিশুদের সেবা⇛প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা
⇛ইপিআই সেবা⇛ভিটামিন ‘এ’ক্যাপসুল বিতরণ⇛জরায়ুর মুখ ও স্তন ক্যান্সারের প্রাথমিক নির্ণয়করণ সেবা (নির্বাচিত কেন্দ্রে)
(খ) পরিবার পরিকল্পনা সেবা : (বিনামূল্যে প্রদত্ত )
⇛পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান⇛খাবার বড়ি⇛জন্ম নিরোধক ইনজেকশন⇛ওটউ/কপারটি⇛ইমপ্লান্ট/নরপ্লান্ট
⇛ভ্যাসেকটমি/এনএসভি (স্থায়ী পদ্ধতি-পুরুষ)টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি-মহিলা)
⇛পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারজনিত পার্শ্ব-প্রতিক্রিয়া ও জটিলতার সেবা
(গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা
⇛ই সি পি -৮ (আট) টাকা⇛কনডম-১(এক) ডজন ১ (এক) টাকা (বিশ) পয়সা⇛অ্যামবুলেন্স সেবা (নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে)
(ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে
আইইউডি/ কপারটি এর ক্ষেত্রে -১০০/- সেবাগ্রহীতার যাতায়াত খরচ
পরবর্তীতে -১৫০/ ফলোআপের জন্য(৩ বার ) কেন্দ্রে যাতায়াত খরচ
ইমপ¬ান্ট/নরপ¬ান্ট এর ক্ষেত্রে -১৫০/-সেবাগ্রহীতার যাতায়াত খরচ
পরবর্তীতে ফলোআপের জন্য(৩ বার ) কেন্দ্রে যাতায়াত খরচ
স্থায়ী পদ্ধতি পুরুষের ক্ষেত্রে ২০০০/- টাকা ও ১টা লুঙ্গি
স্থায়ী পদ্ধতি মহিলার ক্ষেত্রে ২০০০/- টাকা ও ১টা শাড়ী
(ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা)
⇛সাধারণ রোগীর সেবা⇛বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা)⇛স্বাস্থ্য শিক্ষামূলক সেবা
(চ) প্রয়োজনে যে কোনো রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার)

যোগাযোগ

০৪ নং মাঝবাড়ী ইউনিয়ন স্বাস্থ কেন্দ্র

ডাক্তারঃ অঞ্জলী পাল

মোবাইলঃ

ই-মেইলঃ

কালুখালী, রাজবাড়ী।